কী করে ভজিবো তোমারে (গীতিকবিতা)
__সুহেল ইবনে ইসহাক
কী করে ভজিবো তোমারে, প্রাণ মুর্শিদ হে?
হৃদয় দিয়া চাই ভজিতে অতি গোপনে,
সে হৃদয় ভাঙলো আমার মেকি কারণে।
মনটা আমার রইলো বান্ধা জগত সংসারে,
কী করে ভজিবো তোমারে?
ভজিতে চাই তোমারে, মন প্রাণ সপে দিয়ে,
তাইতো হৃদয় দিবানিশি চলে তোমার গান গেয়ে ।
মিছে মায়ায় উতলা মন ভবের বাজারে,
কী করে ভজিবো তোমারে?
সুহেল ইসহাক ভাইবা বলে, কী হবে আমার উপায়?
আমার আরতো বেলা নাইযে ধরায়, সূর্য যেন ডুবে যায় ।
থাকতে চেতন হও সচেতন, জীবন কিনারে,
কী করে ভজিবো তোমারে?
রচনাকাল: মার্চ ১১, ২০১৮, টরন্টো, কানাডা