কালো মেঘের তুফান
সুহেল ইবনে ইসহাক


মানব তরীর মাঝি আমি যেতে চাই ওইপারে
মাঝ দরিয়ায় ডুবলো তরী,
পার করো আমারে মাওলা পার করো আমারে ।

মিছে মায়ায় মইজা আমি ভুইলা গেলাম সবই,
মাঝ দরিয়ায় কূল হারাইলাম দিকহারা এক কবি ।
মানব তরী সপে দিলাম আজি তোমারই তরে,  
মাওলা পার করো আমারে ।

কালো মেঘের ঘনঘটায় দিশাহারা কাণ্ডারী,
কালো মেঘের তুফানেতে ডুবলো এই তরী ।
সুহেল ইসহাক ভাইবা মরে, কেমনে যাইবে পারে,
মাওলা পার করো আমারে ।


রচনাকাল: ফেব্রুয়ারী ১১, ২০১৭, টরন্টো, কানাডা।