যুদ্ধ এক আতঙ্কের কালো অধ্যায়
-- সুহেল ইবনে ইসহাক
আগ্রাসী সাম্রাজ্যবাদী সভ্যতা মারণাস্ত্রের হোমানল
প্রজ্বলিত করে চলেছে পারমাণবিক বোমা ।
সভ্যতার সোনালী বুকে এঁকে দিচ্ছে বেদনার মরণ ছোবল,
অনুষ্ঠিত হচ্ছে মানব ইতিহাসের জঘন্যতম অপরাধ,
অর্থের প্রাচুর্যে আর উল্লাসে উন্মাদের যুদ্ধ বিলাস।
ফিলিস্তিন আজ রক্তে রঞ্জিত এক জনপদ,
যুদ্ধবিমানের অভিঘাতে উড়ে গেছে যেথায় হাসপাতাল,
পুঁড়ে গেছে যেথায় শিশুর মুখ, সাদা কাফনের অপর্যাপ্ত অংশে বেরিয়ে ছিল
সুপরিচিতের ছাইমাখা পা,
থেমে গেছে যেথায় অপত্যের কান্না,
কলম বুকটান করে দাঁড়িয়ে গেছে সেথায় -
মানুষ ও মানবতার পক্ষে।
কবিতার প্রতিটি লাইন সেথায় প্রতিবাদের এক একটা আস্ত ডিনামাইট,
দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ।
দুর্গন্ধের সাথে একটা বারুদ মিশে গেছে ফিলিস্তিনের বাতাসে,
কে জানে, আগামীকালই বাতিল হবে শান্তিচুক্তি,
হয়ত মাথার ওপরে ভেঙে পড়বে আরেকটা বিশ্বযুদ্ধ !
কিন্তু , যুদ্ধ এক আতঙ্কের কালো অধ্যায়,
সমাপন হোক সকল ভ্রান্তি,
যুদ্ধ নয় সবাই চাই শান্তি।
অশান্তির সব বিভীষিকা দূরীতে চাই যুদ্ধমুক্ত বিশ্ব ।
শান্তির মঙ্গল আলোকচ্ছটা বিস্তৃত হোক পৃথিবীর বাঁকে বাঁকে।
রচনাকাল: ২৩ অক্টোবর ২০২৩, টরন্টো, কানাডা।