জনিতা-জননী
--সুহেল ইবনে ইসহাক
বাবা হলেন বটবৃক্ষ,
মা গলার হার;
এজগতে যা-ই বল,
তুলনা নেই তার।
বাবা,তুমি আমার বাবা,
যেমন আমি থাকি;
তোমার মতো হতে চাই,
তোমায় বাবা ডাকি।
মা, তুমি আমার মা ,
যেমন আমার কল্পনা;
তুমি হীনে এ ধরাটা
দুঃখ, ব্যথা ,যন্ত্রনা I
রচনাকাল : ২৪ অগাস্ট ,২০১৭,টরন্টো , কানাডা I