জীবনের জয়গান (রুবাইয়াৎ)
-সুহেল ইবনে ইসহাক

পুরানো সব কষ্ট আর সব স্মৃতি
করে ফেলি নষ্ট দিয়ে দেই ইতি
নব সুর্যের সাথে করি নতুনকে বরণ
গাই জীবনের জয়গান সাম্যের গীতি।

রচনাকাল: জানুয়ারী ০১, ২০২৩
টরন্টো, কানাডা