হৃদয়ের জানালা (রুবাইয়াৎ)
-সুহেল ইবনে ইসহাক

প্রভাত বেলার সোনালী আলো,
মনটা আজ ভীষণ ভালো,
খোলে যাক আজ হৃদয়ের জানালা,
দূর হয়ে যাক সকল কালো।


রচনাকাল: ১৮ মে,২০২৩ টরন্টো, কানাডা