ঘামে ভেজা স্বপ্ন
--সুহেল ইবনে ইসহাক

বিশ্বের সবচেয়ে বেশি টাকায় নির্মাণের রেকর্ড গড়া মহাসড়ক,
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট,
সুন্দরবনের নাসারন্ধ্র বুজিয়ে নির্মিতব্য রামপাল বিদ্যুৎকেন্দ্র,
বিশ্বের মনোযোগ কাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের
বড় বড় খবরে যেন হারিয়ে না যান
দেশের উৎপাদনের প্রধান কারিগর কৃষক।  


আমরা অস্ত্র আমদানিকারক শীর্ষ দেশগুলোর একটি,
রাশিয়ান মিগ, চীনা ফাইটার জেট, সাবমেরিন
এর বিপরীতে কাস্তে-কোদাল, লাঙল-মই আজ বড় অসহায় ।
খাদ্য উৎপাদনের নিপুণ শিল্পীদের চোখের পানিও বেঁধে রাখতে হয়
ঠিক যেমন বেঁধে রাখতে হয় হাওরের বাঁধগুলো ।
সময়ের বৃষ্টি অসময়ে আসে তাদের স্বগৃহে ।
পুরনো বছরের বিদায়লগ্ন বা নতুন বছর বরণের আবহ,
সময় যা-ই হোক, কৃষকের দুর্গতি-দুর্দশা
কাউকে নাড়া দেয় না আর ।

আজ তুমি কত নগন্য!
তোমার চেয়েও নগন্য তোমার ঘামে ভেজা স্বপ্নগুলো ।  
তুমি মরে গেলেও উঁচু তলার খাবার টেবিলে
বাসমতি ভাত কোনোদিনও কম পড়বেনা ।
নদীতে পলি পড়েছে, পলি পড়েছে সবার চোখে,
তোমার ঘামে ভেজা স্বপ্নের সিঁড়ি বেয়ে সৃষ্টি হবে সভ্যতা ।
_____________________________
রচনাকাল: ১০ এপ্রিল,২০২০, টরন্টো, কানাডা ।