এক চিলতে স্বপ্ন
  --সুহেল ইবনে ইসহাক

আঁধার ডিঙিয়ে আলোর খোঁজার অদম্য বাসনা  
আলোর মাঝে ভালো খুঁজে তৃষিত রসনা,
সুখ জাগানিয়া  উদোম হাওয়া জুড়ায় শরীর-মন,
এক চিলতে স্বপ্ন আমি খুঁজছি সারাক্ষণ ।

হৃদয় বেদিতে প্রজাপতি রঙিন পাখা মেলে
তাইতো আজি দখিনা দুয়ার গিয়াছে বুঝি খুলে,
কোকিলের উদাস গানের সুরে দু’হাত বাড়ানো যৌবন,
এক চিলতে স্বপ্ন আমি খুঁজছি সারাক্ষণ ।

শুকনো পাতায় পাশ কাটিয়ে জাগবে নতুন প্রাণ
নির্জীব এই কংক্রিট শহরে গেয়ে ভালোবাসার গান,
মুখর পরিবেশে উদাসলোকে হারিয়ে যেতে চায় মন,
এক চিলতে স্বপ্ন আমি খুঁজছি সারাক্ষণ ।


রচনাকাল: ১৩ অগাস্ট, ২০২২, টরন্টো,কানাডা