চোখ বুঝিলে হৃদয় ভাসে
--সুহেল ইবনে ইসহাক
চোখ বুঝিলে হৃদয় ভাসে স্বপ্ন সাগরে
মায়াজালে লুকাই রইছে নজর বাহিরে,
কত কীনা স্বপ্ন গাঁথে মনের পাঁজরে গো হৃদয় মাঝারে
চোখ বুঝিলে হৃদয় ভাসে স্বপ্ন সাগরে ll
স্বপ্ন সাগর প্রেমের নগর প্রেমের লহরী
নিশুতি রাত প্রেয়সীর হাত মধুর বাঁশরী,
আজব সুখের উতাল স্রোতে মনের ঠাহরে গো প্রেমের নগরে
চোখ বুঝিলে হৃদয় ভাসে স্বপ্ন সাগরে ll
জীবন তরী জড়াই ধরি অকূল সাগরে
আর কতকাল রাখবো ধরে জগৎ জঠরে,
এই কথাটাই সুহেল ইসহাক ভাবে অন্তরে গো উঠে ঠাহরে
চোখ বুঝিলে হৃদয় ভাসে স্বপ্ন সাগরে ll
রচনাকাল:জুন ১৯,২০২২, টরন্টো, কানাডা