চিরন্তন ছবি
--সুহেল ইবনে ইসহাক
খুব চওড়া নয় ,সরু রাস্তা ,
একদা কাঁচা ছিল, পাকাকরণ হয়েছে I
দু’পাশে সবুজ বৃক্ষরাজি , বিকেলের রোদে মনোরম করে রাখা পরিবেশ ,
একটু এগুলেই সুনাসন পরিবেশে একটি গ্রাম ,
ঘুঙ্গাদিয়া তার নাম,
দু’অংশে ভাগ করে রেখেছে " বিকমা" I
একটু এগুলে "ফুরু গাং"(ছোট নদী),
গ্রামের পূর্বাঞ্চলকে পললিত করে রেখেছে I
গ্রামের ভালবাসার মানুষগুলো বড় অদ্ভুত ভাবে
দ্রুতই যেন ঘড়ির মিনিট,সেকেণ্ড আর ঘণ্টার কাটার মতো
একে অপরকে ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশের পানে পা বাড়াচ্ছে ।
বদলে যেতে থাকে গ্রামের চির চেনা চিত্রI
প্রয়োজনের আকুতিতে গড়া অট্টালিকার আবেগী বাহার।
এ যেন স্নেহ,মায়া, মমতার তুলিতে
হৃদয়ে আঁকা প্রেমময় বন্ধনের ছবি।
চির সবুজ ,চির কোমল ঠিক যেন গ্রামের মানুষগুলোর ন্যায় I
বিধাতার নিজ হাতে গড়া
এ আমার ঘুঙ্গাদিয়া গ্রামের চিরন্তন ছবি I
রচনাকাল : নভেম্বর ১, ২০১৫
টরন্টো , কানাডা
,