চিরকালের মতন থাকার জায়গা
--সুহেল ইবনে ইসহাক
সম্প্রতি আমার সাথে প্রেম,
শান্তি এবং আনন্দের দেখা হয়েছিল,
তারা চিরকালের মতন থাকার জন্যে
একটা জায়গা খুঁজছিল…।
কিছু কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়,
যার গুরুত্ব অপরিসীম।
যেখানে শান্তির সুবাতাস বয়ে চলে,
বিরাজিত হয় মানবতার জয়গান,
অন্ধকার হতে আলোকিত পথের সন্ধান মেলে
বাঁধাবিপত্তি পেরিয়ে একই ছাতার নিচে
বারবার ফিরে আসার তাগিদ নিগদিত হয় ।
তাই আমি তাদেরকে, আগরতলায় অনুষ্ঠিতব্য
"বাংলা ডট কম" এর ব্যানারে
আন্তর্জাতিক কবি সম্মিলনের ঠিকানা দিয়ে দিয়েছি।
আশা করি তারা ভালোভাবে পৌঁছে যাবে।
রচনা কাল: জুলাই০৭,২০২৩
টরন্টো, কানাডা ।
"বাংলা কবিতা স্মারক" এর জন্য