কানাডা ভ্রমিয়া শেষে (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক

আকাশ পথে , পানি পথে কানাডা ভ্রমিয়া শেষে
এতো রূপ আর এত সুধা পাইনি কোনো দেশে।  


চোঁখ জুড়ানো মন মাতানো পল্লী গাঁয়ের রুপ
মনোমোহকর দেখতে লাগে শ্যামলীর স্বরুপ ।
প্রতিটা দিনই সাঁঝে মোর গাঁ নানান রঙের বেশে,
এতো রূপ আর এত সুধা পাইনি কোনো দেশে   ।।


রঙের ঘোরে গিয়েছি ভুলে রাখিনি যতন করে
চোখ জুড়ানো সেই অপরূপ শ্যমলীরে মনে পড়ে।
জাগ্রত মোর পল্লী জননী প্রকৃতির উন্মেষে,
এতো রূপ আর এত সুধা পাইনি কোনো দেশে   ।।

রচনাকাল: ফেব্রুয়ারী ০৮,২০২১, টরন্টো, কানাডা।