ব্যথার বালুচর
--সুহেল ইবনে ইসহাক
আজ আমি বৃষ্টিতে ভিজেছি, আর মন খুলে কেঁদেছি
আঘাতের পর আঘাত এসে যখন
এই হৃদয়ে ব্যথার পাহাড় চাপায়,
তখন নির্বাক নয়নে কাছে থাকার মানুষগুলো
কেবল দূর হতে তাকিয়ে রয় !
হাজার কষ্টের আঁচড়ে বুকটা মোর ক্ষত বিক্ষত ।
আর কত পথ চলতে হবে?
কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখেনা
পাওয়ার আনন্দ কিছু দিন থাকে পরন্তু
না পাওয়ার বেদনা সারাজীবনে ও ভুলা যায়না I
মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সংগী I
বলেছিলে, “যদি বেদনার বিষাক্ততায় চোখ ভিজে যায় জলে
তবে আমায় ডেকো, তোমার চোখের জল অপনোদন করতে
আসবো আমি ফিরে॥”
সকল কষ্টকেই তুচ্ছ মনে হয়,যখন অনুরাগের মনুষটিই
ভালোবেসে “প্রিয়” বা “জান” বলে ডাকে I
দুঃখ-কষ্টে ভরা জীবন আমার, আজব এক মনুষ্য রূপে দুঃখ পেলেও হাসি I
হাসি সতত সুখের পরিমাপন না, হাসি নেহাৎ কষ্ট আড়াল করার পরিমিতিও I
আজ আমি বৃষ্টিতে ভিজেছি, আর মন খুলে কেঁদেছি,
কেউ বুজতেই পারেনি যে, আমার চোখ থেকে গড়িয়ে পড়েছে
বৃষ্টির জল নাকি চোখের জল I
তাইতো বৃষ্টি এলেই হৃদয়কে ব্যথার বালুচরে নির্বাসন দিয়ে
আমি নিজেকে ভাসিয়ে দেই বৃষ্টির জলে I
রচনাকাল: ২৬ ফেব্রুয়ারী, ২০১৮, টরন্টো, কানাডা I