বঙ্গবন্ধুই ইতিহাস
-সুহেল ইবনে ইসহাক

ধানমন্ডির ঐ বত্রিশ নম্বর
জাতির বুকে লাগায় খঞ্জর,
কে সেই ঘাতক খন্দকার
করে দিলো সব অন্ধকার,
মৃত্যুহীন এক শাশ্বত প্রাণ
বঙ্গপিতা মুজিবুর রহমান,
রক্ত সিঁড়ি বইছে যে আজ
সব বাঙালির হৃদয় মাঝ,
রক্তে রাঙা শিমুল পলাশ
বঙ্গবন্ধুই মোদের ইতিহাস ।


রচনাকাল: ১৫ জুলাই  ২০২০, টরন্টো , কানাডা।