বঙ্গবন্ধু আমার, বাংলাদেশটাও আমার (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
এই দেশটাযে আমার,পতাকাটাও আমার
লাল সবুজটা জড়িয়ে আছে হৃদয় ক্যাম্পাসে
সকাল-সাঁজে,সকাল-সাঁজে।।
সোনার বাংলার স্বপ্ন শুধু এ হৃদয়ের মাঝে
বঙ্গবন্ধু আমার, বাংলাদেশটাও আমার।
দেশটা যখন ছুটে চলে সফলতার পানে,
আমরা তখন মাতোয়ারা স্বদেশ প্রেমের গানে।
ঐ সবুজ মাঠে সোনার ফসল হওয়ার যখন দোলে,
অন্ধকারে বন্ধ থাকা সকল দুয়ার খুলে।
তেমনি করে ডাকবো তোমায়
হৃদয় মাঝে রাখবো তোমায়,
যতদিন এই ধরা মাঝে বাংলাদেশটা রবে।
সকাল-সাঁজে,সকাল-সাঁজে।।
সোনার বাংলার স্বপ্ন শুধু এ হৃদয়ের মাঝে
বঙ্গবন্ধু আমার, বাংলাদেশটাও আমার।
ঐ রাঙা সুরুজ সকাল বেলা বিলিয়ে দেয় যে আলো
প্রার্থনা মোর রবের কাছে দেশের সকল ভালো।
সাঁজের বেলায় লাল নীলিমা দিনের অবসান
ভুলবোনা এ জাতি কভু তোমার অবদান।
এমনি করে করবো স্মরণ,
সারা জীবন রইবো আপন,
সোনার দেশটা রইবে তোমার নামের অনুভবে।
সকাল-সাঁজে,সকাল-সাঁজে।।
সোনার বাংলার স্বপ্ন শুধু এ হৃদয়ের মাঝে
বঙ্গবন্ধু আমার, বাংলাদেশটাও আমার।
রচনাকাল: ১৫ অগাস্ট ২০১৯, টরন্টো, কানাডা।