বৈদ্যশালা
-সুহেল ইবনে ইসহাক

কেউবা বলে বৈদ্যশালা,
বৈদ্য মিলে নাকো।  
টাকার জন্যে মৃত রোগী
আই.সি.ইউ.  তে ডাকো।  
কেউবা বলে হাসপাতাল,
পাতালপুরি  যেন।
গরিব লোকের সম্মিলিত
আহাজারি কেন?
বৈদ্যশালা বৈধ্যশালা!
শ্মশান বলে কেউ ।
সেবাখানা হবে কবে ?
লাগবে সেবার ঢেউ ।

রচনাকাল: অক্টোবর ৩০, ২০১৮, টরন্টো, কানাডা।