বিষন্নতায় ডুবে  গেছে মন
--সুহেল ইবনে ইসহাক

বিষন্নতায় ডুবে  গেছে আমার এ মন ,
কিছুতেই কাটেনা প্রবাস জীবন ।
বাবা তুমি ক্ষমা করো এই আমাকে,
কতদিন দেখিনাই বাবা তোমাকে।
মাগো তুমি রয়েছো যে পূণ্যলোকে,
দোয়া করো মাগো আমার সুখে-দুঃখে ।


রচনাকাল: সেপ্টেম্বর ৩,২০১৮, টরন্টো, কানাডা ।