বিষাদ ছুঁয়েছে বুক (রুবাইয়াৎ)
-সুহেল ইবনে ইসহাক
মন ভালো নেই আজ তাই বিষাদ ছুঁয়েছে বুকে
হৃদয়ের আকাশ আন্দি করে চেয়ে গেছে শোকে
প্রতিটি দূরত্বই জানে একদা ছিলাম কাছে আজ কঠিন বাস্তব রূপ
সুখ খোঁজি তব সোনার হরিণ এই আনন্দলোকে।
রচনাকাল: ১৭ ফেব্রুয়ারী,২০২৩
টরন্টো, কানাডা