বিরহী রঙিন টিউলিপ
-সুহেল ইবনে ইসহাক

যার জন্য অন্তরের এত সব আয়োজন,
চারপাশে এত সব রোদন,
এখানে সেখানে রোদন করছে আহত স্বপ্নেরা,
জানালার পাশে বিলাপ করছে বিরহী রঙিন টিউলিপ ।

আজ তার সুখের আলোয় পূর্ণ রাত
আর আমার বিরহের বিষণ্ণ রিক্ত রজনী ।
নষ্ট হবার কষ্টে কুঁকড়ে যেতে যেতে
অধিকারের অন্তমিলে শুরু হয়েছে রক্তক্ষরণ।
শান্তনা এই, আপন কারো জন্যে সব করেছি,
হয়তো সে আপন করে নিতে পারেনি ।
    
রচনাকাল: ১৬ সেপ্টেম্বর,২০১৮, টরন্টো , কানাডা।