বাংলা ভাষার গান
--সুহেল ইবনে ইসহাক
***************************
মধু খাঁটি, মাটি খাঁটি
খাঁটি হীরা স্বর্ণ ,
তাহার চেয়েও অধিক খাঁটি
বাংলা ভাষার বর্ণ I
চাঁদ সুন্দর, সুরুজ সুন্দর
সুন্দর নদী নালা,
তাহার চেয়েও অধিক সুন্দর
বাংলা বর্ণমালা I
সালাম,বরকত, রফিক, জব্বার
দিল তাজা প্রাণ,
জীবন দিয়েও রাখব সবাই
বাংলা ভাষার মান I
ঊর্ধ্বমুখী লাল-সবুজ আজ
কে টেনে নামায় তারে,
প্রানের চেয়েও অধিক প্রিয়
বাংলা বিশ্ব দরবারে I
********************************
রচনাকাল : ফেব্রুয়ারী ১, ২০১৬
টরন্টো,কানাডা