আমি জেনেছি তোমায় (গীতি কবিতা)
--সুহেল ইবনে ইসহাক
আমি জেনেছি তোমায় , আছো স্মৃতির পাতায়
তাইতো তোমায় ভালোবেসেছি ,
স্বাধীনতা বাঁচাতে, দেশটাকে সাজাতে
জীবনটা করেছো অনুদান,
তুমি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
জেল-জুলুম আর অত্যাচারে, লাল সবুজের স্বপ্নটারে
গড়েছিলে দেশটার জন্য।
প্রিয় নেতা তোমার জন্য, স্বাধীন জাতি হলাম গণ্য ,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালীর অসীম অবদান,
তুমি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।
হৃদয়ের ক্যানভাসে তোমার ছবি ভাসে
যাবেনা মুছে তা কোনোদিন,
তোমার স্বপ্ন গাঁথা এই মানচিত্র
স্মৃতিতে রবে তুমি অমলিন ।
তোমার দেখানো পথে, এখনো চলছি অভিরাম,
তুমি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।।
রচনাকাল : অগাস্ট ৫, ২০১৯, টরন্টো , কানাডা।