তোমার হবো বলে,
ভালোবাসতে শিখেছি।
আমি তোমার হবো বলে,,,
সকল দুঃখ সহ্য করেছি..!!
তুমি জানো..???
আমি তোমার হবো বলে
রাগ ভুলে অভিমানী হয়েছি।
শুধু তোমার হবো বলেই,
আমি সব ছেড়ে তোমার হাত টা ধরেছি।
তোমার হবো বলেই
বোধয় তর্ক ভুলে গেছি..!!!.
তোমার হবো বলেই বোধয়
তোমার পাশে আছি।
তোমার দুঃখের আমি ভাগ নিয়েছি।
হাত টা তোমার ধরে রেখেছি।
তোমার সাদাকালো স্বপ্নে..;
আমি রঙিন হয়ে ধরা দিয়েছি।
আমার ভালোবাসা আর সকল অনুভূতি, দিয়েছি তোমায় ঢেলে।
শুধু তোমার হবো বলে।