আমি জানি না বিশ্বাস আসলে কি
কিন্তু বিশ্বাস করতে জানি।
আমি জানিনা সম্মান আসলে কি
তবু কখনো সম্মান করতে ভুলিনি।
কোন অনুভূতি কে ভালোবাসা বলে,
এখনো ভালোভাবে বুঝিনি।
তবু কাছের মানুষগুলো কে,
ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরতে জানি।
মান অভিমান কি;তা আমি বুঝিনি।
কিন্তু সবাই বলেছে অনেক_
আমি নাকি বড্ড অভিমানী..!!
আবেগ কিভাবে হৃদয় নাড়ায় কখনো সেটা খেয়াল করিনি..!
কিন্তু কখনো কখনো কারো কথায় আমি,
অশ্রু সংবরণ করতে পারিনি।
হয়তো হাজার চেষ্টা করেও কারো উপকার করতে পারিনি।
কিন্তু কখনো কথা দিয়ে দিলে কথা রাখতে ভুলিনি।
হয়তো যাদের আপন করেছি তারাই আপন ভাবেনি..!!
তবুও কাউকে স্নেহ কিংবা সম্মান করতে ভুলিনি।
কে কিভাবে বদলে যায় তা আমি জানিনা,,
কে কি ব্যবহার প্রতিদান দেয় তাও জানতে চাই না।
শুধু জানি,
আমি আমার জায়গায় স্থির থাকবো।
ভালোবাসা দিয়ে সকলকে আপন করে রাখবো।
পরিবারের এই শিক্ষা আমি আজীবন নিয়ে চলবো।