||••• জেগে ওঠো
বাংলাদেশ..||||
-আবার রক্ত? আবার?... এ যেনো ফিরে দেখা একাত্তর বারবার.... জনমানুষের সামনে দাঁড়িয়ে দেশীয় হানাদার!...
-জাগো বাংলাদেশ জাগো.. এ সময় নয়তো হেরে যাওয়ার!.. রাখো বাঙালি,, হাতে হাত রাখো!... এ সময় নয়তো নিরাশ হওয়ার!..
-জেগে ওঠো বাংলাদেশ... জাগিয়ে তোলো মাঠ-ঘাট, চত্বর.. বুকে আঁকো সাহসী আবু সাঈদের ঝড়... এ যেনো ফিরে দেখা আরেক একাত্তর!...
-একাত্তর তো শিখায়নি হারতে! পদে পদে প্রাণ দেওয়া একাত্তর দেখিয়েছে জয়ের পথ... মিছিল প্রান্তে আসবেই জয়!.. এ যেনো একাত্তরের শপথ..
-জাগো বাঙালিরা
জাগো...
আবু সাঈদের বুকের
তুফানে জাগো...
মীর মুগ্ধের হাসির ঝলকে
জাগো...
ছোট্ট শিশুর চোখের
মণিতে জাগো...
শহীদের মায়ের আর্তনাদে
জাগো...
কারাগারের ওই বদ্ধ
শিকলে জাগো...
জাগো বাঙালিরা
জাগো!...জেগে ওঠো বাংলাদেশ!.. ক্ষুব্ধ চোখের আগুনে,, রক্তস্রোতের এই ঢেউয়ে হয়ে যাক অত্যাচারের শেষ!...
-বলো জাগবে তো বাংলাদেশ?.. বিপ্লবের এই জাগ্রত জোয়ারে...
আনবে তো বিজয়ের বেশ?..
-আমি জানি,, আমরা জানি,, তারাও জানে,, তুমি জাগবেই বাংলাদেশ!.. তুমিই জিতবে বাংলাদেশ!..
-মিছিলের কণ্ঠ যখন রূপ নিয়েছে আর্তনাদে..... তাজা তরুণ প্রাণ যখন রূপ নিয়েছে রক্তস্রোতে.... সেই মিছিল প্রান্তে বিজয় সূর্য উঠবেই!.. আজ,, নাহয়তো কাল প্রভাতে!..
জেগে ওঠো বাংলাদেশ:::: হাত
রেখে হাতে!...