কোন পথে হাঁটছে সময়?

তোমার আমার দূরত্ব কি তবে সময়েরই দায়?

তবে হঠাৎ কেন তুমি পথ ভুলে ঢুকে পড়ো আমার সাদা কালো স্বপ্ন গুলো তে?

আমার স্বপ্ন রঙিন করা কি শুধু তোমারই হাতে?

কেন শুধু শুধু এমন হয় বলোতো?

যখন তোমার আমার মাঝে দূরত্বটাই রয়েছে মূলত।

তবে সময় চলুক সময়ের পথে,,
স্বপ্ন চলুক উল্টোদিকে,,

দূর থেকেই না হয় আমি চেয়ে থাকবো তোমার দিকে,,..!