মানুষের ঘরে জন্মেও তোরা,
মানুষ হতে পারলি না;
মানুষের জান কেড়ে নিয়ে,
কি করে সাজিস বীর সেনা?
.
মানুষের মতো হেঁটে চলিস,
তবুও তোরা মানুষ না;
জানোয়ারের মতো কাণ্ড ঘটাস,
তোদের কি বুক কাঁপে না?
.
লজ্জা কি নেই বাঁচতে তোদের,
কি করে পালাস ভিনদেশে?
সেখানেও তুই ধরা পরিস,
খেকশিয়ালের বেশে।
.
জানিস কি তুই তোরই কাণ্ডে,
কাপছে দেশের বুক কত;
বর্বরতার দেশটাকে আজ,
কি করে তোরা করে দিলি থ?
.
মানুষ নামের বেশ ধরে তোরা,
করেছিস কতো নিপীড়ণ;
আয় ফিরে আয় ফাসির মঞ্চে,
রইল তোদের আমন্ত্রন।