তরঙ্গ পেরিয়ে পেরিয়ে
সুর বয়ে চলে যায়
পিছে রেখে যায়
ঝিঁঝি ডাকা নিঝুমতা।
কখনো উষর কখনো বা ধূসর
কুহেলিকাছন্ন কোনও
লাল ধুলো মাখা পাহাড়ি রাগের
ঢাল বেয়ে মিশে যায় সুরলোকে।
অবসানের আবাহন লিপিকা
স্বরলিপি ব্যতিত বিলিয়ে দেয়
দিকবালিকার ভীরু চাহনির
কোমল স্বলাজ অঞ্জলিতে।
কিছুক্ষণ আগেও মধুপের তরে
যারা ছিল চঞ্চল, উন্মুখ
পাওয়া না পাওয়ার হিসেব রেখে
ফিরতি পথে শ্রান্ত, শান্ত, নিশ্চুপ।
বিপুল তরঙ্গ মাঝে অসীমের খোঁজ
নিভে আসা দৃষ্টিতে, সৃষ্টিতে
জাগরুক হোক অনাবৃতা বৃষ্টির
পেলব ছোঁয়া মেখে রাগ পাহাড়ির!