একটা চিঠি লেখার ছিল!
কাকে? হয়তো তাকে।
সে, যে দাঁড়িয়ে আছে
ঝর্নার জলের ফোঁটা মেখে
অজানা ঘাস ফুল হয়ে!
নিরীহ নীরব জলরাশি
পাহাড় পাথরের আঘাতে
মুখরিত ঝর্না হয়ে নেমে এসে
নীচে আরও নীচে দিছিলো পাড়ি,
ও চুপটি করে তারই পাশে ছিল দাঁড়িয়ে,
হয়েছিল মোদের লাজুক শুভদৃষ্টি।
সব্বাই যখন উচ্ছল রূপে মাতাল
আমি তোমার আলগা রূপে
নিশ্চুপে নিমগ্ন!
ফিরে যাওয়া, ফিরে পাওয়া
হয়না কখনই জানি সেইভাবে,
অচিন কোন সে বাঁকে ছিল সে,
ঝর্ণারও বুঝি হয়েছে পথ বদল,
তবু যদি একটা চিঠি
দিতাম ফেলে ডাকবাক্সে
হয়তো যেত এ ব্যাগ,ও ব্যাগ ঘুরে
পিওনের হাত ধরে
অজানা পাহাড়ি ঝর্ণাতলীর
আমার 'ওর' কাছে!