কবরের শিলাতে লেখা
'লোকটা বেঁচে ছিল '|
হিজিবিজি রঙে
মাতাল সুরে
খিস্তি, মিষ্টি কথায়
লোকটা বেঁচে ছিল|
বাহার, বাহানা ছেড়ে
ক'কিয়ে নীল হাসিতে
গীটারের তারে জড়িয়ে
লোকটা বেঁচে ছিল|
ঝিম ধরা বটুয়ায়
সবুজ মরচে ধরা
প্রেমে, শিরশিরে শরীরে
লোকটা বেঁচেই ছিল |
আপসে, পাপসে
পকেট, ঘরের কোণের
গুঁড়ো ময়লায়, কথা পেতে
লোকটা বেঁচেই তো ছিল |
চেয়েছিল একটু হলেও
চুঁইয়ে পড়ুক আলো
টুপ টাপ করে কাটিয়ে দিন
লোকটা বেঁচে ছিল |
তীব্র চুমুতে,অগোছালো
আলনায়, বিছানায়
অসম্পূর্ণ মাসকাবারিতেও
লোকটা বেঁচেতো ছিল |
স্নেহে, ঘৃনায়,শ্লাঘায়
ঘুম পাওয়াদের তাড়িয়ে
আত্মমর্যাদার চাটাই পেতে
লোকটা বেঁচে ছিল|
বেঁচে ছিল জানা ছিল না
বাঁচতে মানাও ছিল না
যতনে উড়িয়ে, পুড়িয়ে
খুলে আসা, ঝুলে থাকা
জামার বোতাম, নিঃশব্দে
পড়ে গেছে কোথায়, কখন
কবরের ভিড়ে হোঁচট খেয়ে
মরে, লোকটা বেঁচেছিল |