মসজিদ জ্বালাও
বা মন্দির জ্বালাও
ক্ষতি নেই !
জ্বালিও না ঘর |
কান্না হাসির হরেক মেলায়
ওঠা পড়ার হরেক খেলায়
রাগ অনুরাগের মিশেল দিয়ে
নিকন ওই উঠোন |
জ্বালিয়ে কোরো না ছাই |
ঈশ্বর বলো বা আল্লা
ওঁরা বাঁচে বিশ্বাসে,
মন্দির জ্বালাও
বা মসজিদ যত খুশি,
রিপুর তাণ্ডবে
জ্বালিও না ঘর,
ওখানেই ঘুরে ফেরে মানুষ
হামাগুড়ি দেবে জীবন !
ভগবান বলো বা আল্লা
তোমার আমার আগুনে
মননে নেই ওতো জোর
করবো যে ওঁদের ছাই |
ওঁরা যদি হয় অজর অমর
আমরাও বাঁচবোই !