মোহনায় আজ রঙের মিলন
মিলছে রঙিন সুর
রাঙিয়ে বাতাস
উড়িয়ে কেতন
জাগছে আলোকপুর।

শিমুলতলী,পলাশবনীর
সম্ভাসনে এসে
জংলী লীলায় ভেসে
পাহাড়িয়া রাগের সাথে
উঠছি মোরা মেতে।

সবুজ পারাবারের শেষে
সোনার আঙিনায়
কোয়েলিয়ার আহ্বানে
ভাসায় তরী রঙের পশরায়
ভাটিয়ালীর রোশনাই।

গুরুগম্ভীর শিখর চূড়া
রঙ বদলের মেলায়
মেঘ রোদ্দুরের খেলায়
শঙ্করা রাগ মিলছে হেথায়
বেহাগে কৃষ্ণ লীলায়।

এতো রঙ,কেন তবু
ধরা দেয়না কভু
নিরন্ন শিশুর সোহাগে
তবু ওরা খেলে, নাচে
পথের পাশের ঘাসে।

আসুক এমনদিন
যেদিন সব রঙ মিশে
উঠবে রঙ্গিন ঝড়
মুমুর্ষ অট্টালিকা সব
ঢেকে যাবে তাতে
উঠবে জেগে ঘর,
সব্বার।