পিওনের বিলি করা মেঘে
নিঃশ্বাস নেয় মাঠ
পিস্তে পিস্তে কাদা
পেরিয়ে যায় কত পথ।
আয়না জলে ওরা বসিয়ে
চলে,নিশ্চুপে কত স্বপ্ন
আগামী হবে কার দিন
কার দিন হবে গত।
কে যে কাকে আঁকড়ে
ধরে,বাঁচতে চাওয়ার
নেশায় বিলিয়ে শ্রম
স্যাঁতসেঁতে জীবনভর।
রেশন, বাঁধা বাবুর বিলি করা
ভোজ,দীর্ঘশ্বাস দেয় বুকের হাপোরে
মাপতে মাপতে চলা জীবন
এগিয়েই চলে ঘামের নদীপথে।
রোদের উনুনে ফুটিয়ে ভাত
বিলাসী চোখে খুঁজছে
নুন, প্রতিটি রোপনের স্বপ্ন
সাথে, থালার ছবি মিলছে কই ?
কিসের সাথে কি মিশলে
পর, ভাত ,কাপড় পাবে রঙ?
ক্লান্ত, অমলিন মুখগুলোতে
রাত নামে, শুঁয়োপোকার পথ ধরে।
পিওন বিলি করে ফিরবে
একদিন, প্রজাপতি
বসবে ওদের রঙিন
ভাত কাপড়ে মাখতে মধু।