একটা সত্য কে ঢাকতে
একশোটা মিথ্যা, হয় বলতে,
তারপরও কেন ছাড়তে পারো না,
মিথ্যা বলে শুধু বাড়াও বেদনা।
তুমি কি পারো না সত্য বলতে?
মিথ্যার আশ্রয়ে আজ লুকিয়ে থাকতে-
ভালো লাগে কি মিছের আড়ালে,
নাকি মিথ্যার নেশায় আটকে আছো মায়ার জালে।।
কতদিন এভাবে করবে পার,
ধরা পড়বে তুমি, আজ অথবা কাল,
বলতে যদি একটা সত্য কথা,
প্রশমিত হতো লুকিয়ে থাকার ব্যাথা।।
একটা বিষয় থেকে বাঁচতে,
আর কতোটা মিথ্যা বলবে।।
বলতে যদি একটা সত্য কথা,
হারিয়ে যেতো তীব্র যন্ত্রণা আর ব্যাথা।।
পারিনা কি আমরা তার অনুসরণ করতে?
তেষট্টি বছরেও একটা মিথ্যার আশ্রয় নেয়নি ;সত্য ঢাকতে।।
একটা সত্যতেও যেখানে জয়
বারবার মিথ্যা বলে হবো কেন?-পরাজয়।।
মিথ্যা আশ্রয়ে তুমি আজ হবে সফল
কাল পরশু মিথ্যার তীব্রতায় হবে দূর্বল।।
পারবে যে একটা সত্য বলতে,
একটা কথায় সে মুক্তি পাবে।
যে সত্য বলতে জানে না,
মিথ্যার ছায়া তার পিছু ছাড়বে না,
যে সত্য কথা শুনতে পায় না,
মিথ্যার কটু শব্দ তার কানকে ছাড়বে না,
যে মিথ্যাকে উপলব্ধি করতে পারে না,
সত্যের গন্ধ তাকে স্পর্শ করবে না,
পারিনা কি আমরা একটা সত্য বলতে,
একশোটা মিথ্যার যন্ত্রণা থেকে বাঁচতে।