আগুন মাসের নরম রোদে
শিশির পরে ঘাসের দেহে
জানিয়ে আগমনী বার্তা
গরমকে দেয় না পাত্তা।
কুয়াশা ভেজা শীতল ভোরে
পশ্চিমা আকাশ নানান রঙে
জানিয়ে দেয় সময় এসেছে
কটা দিন সে বিরাজ করবে৷
উত্তরের ঠান্ডা হাওয়ায়
মন নেচে উঠে
এসব দেখে গৃহস্থের ঘরে
নতুন সোনা উঠে।
ঘরে ঘরে ধুম পরে যায়
পিঠা খাওয়ার সাঁঝ
চিতুই, পুলি, ভাপায়
বেড়ে যায় ঝাঁঝ ।
হারিয়ে গেছে শীতের আমেজ
ফিরবে নাহি আর
দেখাবে সে নতুন মেজাজ
ফিরবে বারংবার।