চারিদিকে বৃষ্টির এক সুন্দর  নৃত্য,
মুগ্ধ নয়নে তাকিয়ে আমি এক ভৃত্য,
ছুটতে মন চায় দেখতে সেই নৃত্য,
আমি এক ফুলের বৃন্ত এ যেন সত্য,
আমি ডুবন্ত এক শব্দের অর্থে;মৃত্যু,
স্বাধীনতা চেয়ে এক বড় অপদার্থ,
করা হয়নি দৃশ্য; বিষয়ে প্রতিপাত্য,
গবেষনা শেষ না করে,করবে তীর্থ।।।

ধৈর্য ধরলে নিশ্চিত পাবে এর ফল
তিক্ততার শেষ পর্যায়ে মিষ্টির স্বাদ।।
পাছে লোকের কথা ; হবে না অবিচল
তেঁতোর গভীরতায় হয়ো না উন্মাদ।।
কর্মে অবদানে ধরা পরবে সুফল
ব্যস্ততা যাবেই কেটে পাবে অবসাদ।।।

চতুর্দশপদী কবিতা।। [ মিলবিন্যাসঃ কককককখকখ, গঘগঘগঘ