তোমার ওই পলাশ চত্বরে কি দেখা দিয়েছে?
একদল ক্যালিক্স অপেক্ষায় আছে,
কখন তাদের সৌন্দর্য ফুটিয়ে তুলবে,
কখন দেখা দিবে তাদের ভিতরের প্রাণ,
জেগে উঠবে,থাকবে না বদ্ধ হয়ে,
দেখা দিবে তাদের অপরুপ অবয়বে,
হয়তো কোন এক বসন্তের দিনে,
নয়তোবা শীতের আগমণে।
বদ্ধ ভালভেট এর ন্যায় করবে বিচরণ
ভেঙে যাবে নাকো এই বন্ধন,
যুগে যুগে দেখা মিলবে,মিলিত হবে
এই সোনালি ছায়ার উদ্যানে,
সময় ফুরোলেও যেন ফুরোবে না,
আটকে থাকবে মোদের হিয়ার মাঝে,
চাইলেই কি শেষ হয়ে যায়?
যাকে দিয়েছো ভালোবাসা, সে কেন দিবে ধোঁকা!
এটাই কি তোমাদের কথা?
নাকি মনের কোটায় আবদ্ধ করে রেখেছো,
অপেক্ষায় আছো কি সেই সোনালী দিনের?
যেদিন পলাশ প্রাঙ্গন সাজবে নতুন রুপে
মিলিত হবে সবাই এই পলাশ প্রাঙ্গনে,
ফুটবে সেদিন ফুল,আবার নতুন করে।।।