ডুবে গেছে কি পশ্চিমের সেই রক্তরাঙা পলাশ
আটকাতে সেই ফুল পরবে বুঝি লাশ?
হে উদয়াস্ত সূর্য, ভেঙে দাও সব বাঁধা! ষড়যন্ত্র।।

মিথ্যা বলেই পার পেয়ে যাবি ভেবেই যদি থাকিস
শকুনের থাবা পরবে যেদিন!
গোলাপের কাঁটা ফুটবে সেদিন-
সত্যের জয়জয়কার হবেই-মাথায় রাখিস।

মানুষের মধ্যে রাগ, ঘৃণা, ক্ষোভ যাচ্ছে ক্রমে বেড়ে
নতুন করে ডিসেম্বরের আবির্ভাব বুঝি হবে?
গুজব রটিয়ে নিজেকে হামবড়া ভাবিস
সশ্রদ্ধ বাঁচাতে চাইলে, নিজেকে গুটিয়ে ফেলিস।

হে কলিকা,
আগলে রেখো তোমাদের সেই সঞ্চয়িতা
স্বদেশ কিংবা মৃত্যু- ফুল ফুটবে, ফুল ঝড়বে
রক্ত রাঙা পলাশ থাকবে নিজের অস্তিত্বে! নিদর্শনে।