দেখার কি কেউ নেই?
চারিদিকে সব ঠিকঠাক, চলছে ছুটে আপন গতিতে।
শোনার কি কেউ নেই?
মনের অব্যক্ত জ্বালাময়ী কথা জ্বলছে গুমট বাতাসে।
বলার কি কেউ নেই?
লিপ্তপাদ জলচরগুলো বন্দি হয়ে আছে তিমিরে।

হে বৃহদাতায়ন
চোখ থাকতেও অন্ধ হয়ে ব্যাদানির মতো আচরণ
লাঙ্গুল ধরে টান দিলে বুঝি হুস ফিরবে তখন।।
হে ওজস্বী
মূলধনের পিছনে ছুটতে ছুটতে হয়েছে তো আসক্তি
হারিয়ে যাচ্ছে নীহারিকা, বলে বেড়াও পাশরি।

তেজসনেত্র প্রতীক্ষায় সেই দিবসের তরে
জটিল পঙ্কিল গর্জন দিবে বদন হবে পান্ডুরে।
উদয়-বিলয় হতে দেরি নেই ঘনিয়ে এলো বলে
সময় থাকতে সুধরে নিবে, না হলে পস্তাবে।