আমি ছাত্র
ভেঙে ফেলি সকল অনিয়ম যত্রতত্র
নেই কোনো মোর অন্যায় আবদার
সত্যকে ভুলে মিথ্যাকে নিয়ে নয় অবিচার।
আমি রাতজাগা পথচারী
সৃজনের হাতে গড়ব এই অদ্রি।
আমি সুকান্তের আঠারো বছর বয়সে
করব জয় আমি এই বিশ্ব; সুসহাসে।
আমি মাঝি, রবীন্দ্রনাথের সোনার তরীর
সাফল্যে না পৌঁছে হব নাকো স্থির।
আমি জীবনানন্দের সন্ধ্যার সুদর্শন
করি না তো নিজেকে কখনো অযতন
সৌন্দর্য তৈরিতে হব না কখনো ক্ষীণ
সাহসী মনোবলে নয়তো অবচেতন।
আমি নজরুলের বিদ্রোহী আত্মা
অন্যায়কে দেই না কখনো পাত্তা।
আমি জসীমউদ্দিনের নকশি কাঁথার কাব্য
মিথ্যাকে নয় প্রশ্রয়; বাজবে বাদ্য।
আমি ছাত্র, আমি বীর
শীর্ষে না পৌঁছে হব নাকো স্থির।।।