রিমঝিম শব্দে হয় তোমার আগমন,
আমি তো বিভোর থাকি না হয় অচেতন,
তোমার আবাহনে থাকতে পারি না ঘরে,
ছুটে যেতে ইচ্ছে করে তোমার হিয়ার মাঝে।।
তুমি কি চাওনা -ছুটে যাই তোমার কাছে,
নিজের অভিরুচিকে জানাতে তোমার চিত্তপটে
তুমি কি আগ্রহ নও, আমায় বরণ করতে
ঘর ছাড়া বাতাস হয়ে আমায় ভাসাতে।।।
কেউ কি রাখেনি কথা,ডাকেনি তোমায়?
ভালোবেসে কাছে। হয়তো বা দূরে?
তুমি কি ভেজাওনি তার কিশলয়
নাকি চলে গেছো অন্যের শহরে।
তোমার অপেক্ষায় জানালার ধারে,
ধোয়া উঠা চায়ের কাপে,
স্বপ্নে নিমগ্ন হয়ে নদীর তীরে
তোমার চিন্তার অভিপ্রায়ে।।।
চলে এসো, থেকোনা দূরে
এ বড় সত্য লুকিয়ে
বুঝিয়ে দাও তোমার বিচরণ
এই যেন আমাদের সবার নিবেদন।।।।।