এই শুনছো ??
এখন নাকি ফাগুন মাস
পথের দ্বারে প্রান্তে প্রান্তে রক্তে রাঙা শিমুল
নতুন দিনের আহ্বানে হয়েছে সে ব্যাকুল।
ফুল ফুটেছিল তো সেদিনও
রক্তঝরা পলাশের সাথে হয়েছিল এক যুদ্ধ
তাই বলে যুদ্ধের ভয়ে গিয়েছে কি সে পিছিয়ে
না! যুগ যুগান্তরে সে আবার এসেছে যে এগিয়ে।
মুখের ভাষার দাম দিতে সে বেড়িয়েছিল পথে
মাঝপথে এক বাবলা কাঁটা আটকে দিলো তাকে
আটকে দিয়েও হলো না কিছু; হয়নি সে ক্ষান্ত
খরতর প্রতিবাদে ফুল ফুটিয়ে হয়েছিল সে শান্ত।
কৃষ্ণচূড়া হারিয়ে যাচ্ছে সংরক্ষণের বেড়াঝালে
সে ফুলের কলি হয়েও আমরা নেই তার পথে
দিনকে দিন যাচ্ছে চলে নেই তার কোনো খোঁজ
একদিন সে যাবে হারিয়ে; করবে তখন আফসোস।
ফাগুনের আগুনে ঝলকিত পশাল
পরেছিল তো রাস্তায় সেদিন রক্তঝরা লাশ
বাঙালের দামাল ছেলেরা দিয়েছে যে প্রাণ
পেয়েছে ফিরে বাংলা তার প্রাপ্য সন্মান।।