ওই যে দেখো চলছে ছুটে! পাহাড়ের কোল ঘেঁষে
সূবর্ণ ও সোনার বাংলা চলছে অবিরামে।
পরিচয়ে সে রাতের রাণী, তূর্ণা তাহার নাম
প্রভাতী গোধূলির মহানগরের নেই বুঝি কোনো দাম?
সিল্কসিটি তো গড়ে উঠেছে, পদ্মার কোল ঘেঁষে
বরেন্দ্র ভূমিতে যাচ্ছে দিনরাত ধূমকেতুর বেগে।
নদীর নামে পরিচিত সে, পদ্মা এক্সপ্রেস নাম
বিরতিহীন পরিচয়ে বনলতা, ছুটছে অবিরাম।।
সুন্দরবনের চিত্রা হরিণ, চলছে দ্রুতবেগে
সাগরদাঁড়ির বুক চিরে নয়তো কপোতাক্ষ্যের দেশে।
নীলসাগরের রুপবতী, রুপসা তাহার নাম
সীমান্তের রেশ কাটিয়ে সে নৃত্য করছে ধূমধাম।।
কালনী নদীর রাজকন্যা জৈয়ন্তিকা নাম
উপবনের রাজার সাথে চলছে হরদম
নিয়ে যাবে পারাবতে,পাহাড়িকার দেশে
উদয়নের মন ভেঙে সে, সুরমার কাছে যাবে।।
রংপুরের লালমনি সাহেবের, মনটা নেই ভালো
দ্রুতযানের পিছে ছুটে কুড়িগ্রামের মুখ কালো
পঞ্চগড়ের কাঞ্চনজঙ্ঘার,বাংলাবান্দায় দেখা
এমন বন্ধন দেখতে তাই একতার ছুটে চলা।।
যমুনাসেতুর পূর্ব পাশে, সিরাজগঞ্জ আছে বসে
বেনাপোলের আগমনে ছুটে যাবে নিজ গন্তব্যে।
নজরুলের অগ্নিবীণায়, জামালপুরে যাবো
ব্রহ্মপূত্রের পরিচয় ভুলে যমুনা নাম দিবো।
কিশোরগঞ্জের এগারো সিন্ধু চলছে প্রভাতী হয়ে
গোধূলিতে ফিরবে সে আবার নিজের পরিচয়ে।
নোয়াখালীর উপকূলে মেঘনা নদীর পাশে
কর্ণফুলি ও তিস্তাকে সে নিতে ভুলে গেছে।।
দোলনচাঁপার বুড়িমারী, হাওরের পথ ধরে
করতোয়ায় অপেক্ষায় সে মধুমিতার তরে।
মোহনগঞ্জের নকশীকাঁথার, অনেক বুঝি দাম
তিতুমীরের সাগরিকা, তিতাস তাহার নাম।
চট্টগ্রামের চট্টলা, চলছে ঢাকার দিকে
ঢাকা মেইলের দেখা পেয়েছে কুশিয়ারার গ্রামে।
ভাওয়ালের পথে চলছে ছুটে বলাকার টানে
রকেটের বেগে নিয়ে যাবে সে মহুয়া সুন্দরীকে।
সবুজের বুকে ছুটে চলছে এমনই বাহার নামে
তাদের জয়ে হাসি ফুটবে সোনার বাংলার মুখে।
অপেক্ষায় আছে ১৬ কোটি মানুষ, তাহার নতুন রুপে
বিজয়ের বেশে আসবে একদিন বাংলাদেশ রেলওয়ে ।।