দেখি স্বপ্ন আমি হাঁটতে হাঁটতে
কুয়াশা ভেজা সকালে শিশির বিন্দুর স্পর্শে
ভোরের মিষ্টি রোদের নরম ছোঁয়ায়
দেখা তো মেলে না তোমার অবয়ব।।
নদীর শান্ত স্রোতের সুরের মাঝে
খুঁজে বেড়াই মোর অব্যক্ত শব্দকে
গোধূলি বেলায় রেললাইনের আবছা প্রতিফলনে
ভেসে উঠে এক দৃশ্য অজানা কারণে।।।
চেয়ে আমি এক ক্লান্ত পথিক
খুৃঁজে বেড়াই তার গতানুগতিক
দিবে ধরা,পাবো স্পর্শ
হারিয়ে গেলে কি পাবো কষ্ট?
মলিন হবে না তো মোর আনন
নাকি ফুটবে ফুল হাসবে কানন।।
আগুনের লেলিহান শিখার মাঝে
ছুটে বেড়াই তার গন্তব্যে
কখন পৌঁছাবো নেইতো ঠিক
আসবে ফিরে কমে, নয়তো অধিক।।।
আমি খুঁজে বেড়ায় তারে প্রকৃতির মাঝে
আকাশের বিশালতার মাঝে হয়তো হারিয়ে গেছে
আজও আছি অপেক্ষায়,অপেক্ষা নামক শব্দে
আসবে সফলতা ইনশাআল্লাহ মোর পরিশ্রমে।।।।