কায়েদে আজম! হে মহান নেতা
সাড়া দাও,
দাও সাড়া,
তোমারে ভোলেনি, আজিও
ডাকিছে বঞ্চিত সবহারা
তোমারে হেরেনি, শুনেছিল শুধু
তোমার কন্ঠবাণী;
জেনেছিল তারা, তুলেছে পতাকা
তোমার বজ্রপাণি
অবিচল ন্যায়ে, সত্যের আলো
ইসলামী ছায়াতল
বহু যুগান্ত আধাঁর অন্তে আবার
সমুজ্জ্বল
হয়ে এল, নীল নভ হতে হাসে
অর্ধচন্দ্র-তারা
শ্যামা বসুমতী বিছায়ে আচল
নিশীথ তন্দ্রাহারা
হেরিল দিনের দীপ্তরবির আলোক
বিথারি পথ
ভরে জনতায় তব জয়াগানে
পুরাইয়া মনোরথ
দৃপ্ত স্বাধীন বক্ষের বলে লাখো
লাখো তাজা প্রাণ-
কায়েদে আযম! তোমারে স্মরিয়া
করিয়াছে কোরবান।
এনেছে আযাদী শতাব্দী শেষে,
তোমার মহান দান
অঞ্জলী পাতি করেছে গ্রহণ,
রাখিয়াছে সন্মান
সর্বহারার দল
আর যারা লোভী, ক্রুর শয়তান,
তাহারা করেছে ছল।