সফেদ মেঘের ভিতর লুকানো আকাশ
যখন নিজেকে বের করতে চায় তার মতো করে—
যখন আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হয়

তখন সূর্য এসে যেইভাবে তার আলোয়
বের করে নেয় ভেদ করে সফেদ মেঘ
ঠিক সেইভাবে কে যেন এসে—
আমাকে বের করে নিলো তোমার ভিতর থেকে