আম গাছের শেষ আমটি—আমি

কৃষক তার চেষ্টায় কোনও ত্রুটি না রেখে
সংগ্রহ করতে না পারায়—
হাল ছেড়ে দিলেন

আমি বেঁচে গেলাম ভেবে খুশি হলাম

কিন্তু পাড়ার বালকেরা—
নিয়মিত ঢিল ছুঁড়ে থ্যাৎলাচ্ছে আমায়