তুমি ব্যস্ততায় ডুবে আছো—
আমি ডুবে আছি তোমার চায়ের কাপে বিস্কুটের মতো

আমাকে গিলে খাওয়া ব্যতীত, তোমার আর কোনো পথ নেই
আমাকে ফেলে দেওয়া ব্যতীত, তোমার আর কোনো পথ নেই

আমাকে গিলে খাও, নয় ফেলে দাও
যাই করো, তুমি আমাকে হারাচ্ছো