স্তন বড় হওয়ার মতো—
বড় হয়ে যাচ্ছে বয়স
ঝুলে যাচ্ছে ঝিঙের সদৃশ
চামড়া, আয়ু ও সংসার
উপভোগ্য জীবন
যৌনতা

কোলে ঝুলে পড়া স্তন যেন
কবরে শুয়ে থাকা ব্যক্তির বয়স