আমি লাগালাম—
সুখের মোহে পড়ে গাছ
প্রণয়ের গাছ
রীতিমতো ফুল ফোটে
পাতা ঝরে
দুঃখফলে ভরে উঠে গা
আর—
সেই ফলের ঘ্রাণে
নীল হয়ে যায় চারপাশ