ও মাঝি কেন একলা তুমি নদীর মাঝখানে!
রোজ দেখি নোঙর ফেলে গল্প কর,
স্পর্শ করা ঠাণ্ডা হাওয়া, দেখ তারার আসা যাওয়া,
কেন একাই তুমি নিজের মত চাঁদ কে ধর।
তোমার নাউ কেন দেয় ছুড়ে ওই ঢেউ গুলো?
দেখে যাও কেমন আছড়ে পরে ভাঙছে শুধুই পার,
ও কি নাউয়ের মাচায় মিটমিটিয়ে লম্ফ জ্বলে,
কি দেখ তুমি ঠিক বুঝিনা বাইরে তো অন্ধকার।
রোজই তুমি ভেসে বেড়ায় আপন মনে,
কখনও ঢেউয়ের দোলায় স্বপ্ন ভেলায় যাও ঘুমের দেশে,
সাদা জালের ফাসজালে কুড়াও যে সুখ,
নদী তোমার ক্লান্তি কমায় জোয়ার বেশে।
আমিও দাড় বেয়ে চাই হতে সুজন মাঝি,
কাটাব রাত জেগে তারার সাথে গল্প করে,
হারিয়ে গেছে আমার যত্নে রাখা ছোট্ট তরী,
জানিনা মিলবে কোথায় কোন সে নগরে।